4 Questions Self Assessment Worksheet
আমরা যেমন প্রশ্ন করি জীবন আমাদেরকে তেমন উত্তরই দেয়।
আর প্রতি মুহূর্তেই আমরা অবচেতন মনেই নিজেকে কিছু না কিছু জিগেস করছি। উত্তরও পাচ্ছি প্রশ্নের ধরণ অনুযায়ী।
এই ওয়ার্কশিটে এমন চারটি প্রশ্ন আর প্রশ্ন করার প্রসেস আছে যে প্রশ্নগুলো গভীরভাবে চিন্তা করে উত্তর করতে গেলে প্যারাডাইম শিফট হয়, মোড় ঘুরে যায় চিন্তার, জীবনের।